অনলাইন ডেক্স:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে
বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবে বলে ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির এই অবস্থানকে নির্বাচন
ঘিরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখনই
আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি-নির্বাচনি প্রচারণায় গণভোটের প্রশ্নে বিএনপি ‘হ্যাঁ’-এর
পক্ষেই অবস্থান নেবে।”
মাহাদী আমিন আরও বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক।
“নোট অব ডিসেন্ট থাকতে পারে, ভিন্ন মত ও ভিন্ন পথ থাকবে। সেসব বিষয়ে সংসদে আলোচনা হবে,”
বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান
দলীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে এবং এ সিদ্ধান্ত দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জানিয়ে
দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচন ও গণভোটের আগে
বিএনপির এই ঘোষণা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো এবং ভোটের মাঠে গুরুত্বপূর্ণ
প্রভাব ফেলতে পারে।
তথ্য-জাগোবিডি/এম ডিউক