অনলাইন
ডেক্স:
দেশে
জঙ্গিবাদ ও চরমপন্থি কার্যক্রম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে মন্তব্য
করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার
ভাষ্য অনুযায়ী, বর্তমানে জঙ্গিবাদ প্রায় নেই বললেই চলে। তবে কিছু ফ্যাসিস্ট জঙ্গি বিদেশে
অবস্থান করছে, যাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
রোববার
(১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী
কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র
উপদেষ্টা জানান, পুলিশের যেসব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, সেগুলো নির্বাচনকালীন
সময়ে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের চেষ্টা
হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত সেগুলো উদ্ধার করছে বলে তিনি উল্লেখ করেন।
আসন্ন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্বাচনকালীন
প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে যে কোনো সহিংসতা বা নাশকতা প্রতিরোধ
করা সম্ভব হবে।
পুলিশের
মধ্যে ভয় কাজ করছে-এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, পুলিশ বাহিনী এখন আগের চেয়ে
আরও আত্মবিশ্বাসী ও পেশাদারভাবে দায়িত্ব পালনে প্রস্তুত।
পুলিশ
কমিশন আইন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আইন জনস্বার্থে প্রণয়ন করা হয়েছে
এবং এর লক্ষ্য একটি জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলা। পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়,
তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
সূত্র-জাগোবিডি/
এম ডিউক