বাউফল সংবাদদাতা :
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, " জনতার অধিকার, আমাদের অঙ্গীকার-দেশ হবে জনতার"। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টায় পটুয়াখালীর বাউফলে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
নুরু বলেন, “বাউফল কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের সাথে আমাদের কাজ আরও গতিশীল হবে। আশা করছি, এই কার্যালয় জনগণের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”
বিশেষ অতিথি জেলা সদস্য সচিব মো. শাহ আলম শিকদার বলেন, “এই কার্যালয় চালুর মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রাম আরও শক্তিশালী হবে।” জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান তরুণ সমাজকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার ওপর গুরুত্ব দেন। শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি মো. ফারুক হোসেন শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের নিরাপত্তা দাবি করেন। ছাত্র অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ এবং ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হাসিব মল্লিক। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, “এই কার্যালয় হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতায় আমরা এগিয়ে যাব।” এই কার্যালয় স্থাপনের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলন আরও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।