ডাক্তাররা সেবা বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে উঠেছেন

Date: 2025-08-03
news-banner
অনলাইন ডেক্স: 
ডাক্তাররা সেবা বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে উঠেছেন। আজ ৩রা আগস্ট নিজ ফেসবুকে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই পোস্ট দিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি প্রায়ই  সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসার বিষয় নিয়েও লিখছেন। ওই ফেসবুক পোস্টে তিনি হাসপাতালের বর্তশান চিত্রের কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেন, কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন। তিনি আরও লিখেছেন, ‘কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারকে ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দেওয়া যায় বলে। কার সাথে কত বছর প্র্যাকটিস করেছে তার কোন নিয়ম নেই। না আছে অভিজ্ঞতা ! চিকিৎসকদের বিদেশে পাড়ি জামানোর কথা উল্লেখ করে এই অভিনেতা লেখেন, দেশের যারা বড় ডাক্তার তাদের অনেকেরই স্বপ্ন বিদেশের পথে পাড়ি জমান। কিন্তু ডাক্তার তৈরীর জন্য যে টাকা পয়সা সরকার তাদের পিছনে খরচ করেন সেটা জনগণের টাকা। জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে। যদি যেতেই হয়, তাহলে সেই টাকার একটা ব্যবস্থা করা হওয়া জরুরী। পরামর্শ দিয়ে তিনি বলেন, একটা বিশেষ সময় পর্যন্ত তারা বিদেশে চাকরি করতে পারবেন। তারপর দেশে এসে জনগণের সেবা করতে হবে। সবশেষে সোহেল রানা লেখেন,  যেসব হাসপাতালের মালিক এবং নামকরা ডাক্তারগন দেশের মানুষের সেবা করার জন্য দেশেই থেকে যান তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম সর্বদা। মাসুদ পারভেজ সোহেল রানার জন্ম ঢাকা হলেও তার পৈতৃক নিবাস বরিশাল জেলায়।
advertisement image

Leave Your Comments