কুমিল্লার যাত্রীবাহী বাসে নারায়ণগঞ্জের দুই যুবক পিস্তলসহ গ্রেফতার

Date: 2026-01-20
news-banner

অনলাইন ডেক্স:

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. চিশতী (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় নেওয়া হচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।


তথ্য-জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments