অনলাইন ডেক্স:
বাংলাদেশের তাবলীগ জামাতের দুই পক্ষকে মেশাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধি
নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম
খালিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক
শেষে উপদেষ্টা এ কথা বলেন। ওই সময় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট
জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত থাকেন। তাবলিগের বিবাদ নিরসনে ১জন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি হবে জানিয়ে
উপদেষ্টা জানান, 'কমিটিতে দুই পক্ষ তাদের প্রতিনিধি নিয়ে থাকবেন। কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ
বন্ধ হয়ে যাবে। এটাই আমরা আশা করছি।