চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত দুই শতাধিক

Date: 2025-08-31
news-banner
অনলাইনডেক্স:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে উপ-উপাচার্য ও প্রক্টরসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
  1. পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সহায়তা না পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আহাজারি করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে। এ সময় তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীকে শান্ত থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানান।
এ সময় উপ-উপাচার্যকে বলতে শোনা যায়, “আমি তুলনামূলকভাবে ভালো আছি, কিন্তু আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত। আমরা এখন পর্যন্ত আর্মি-বিজিবির কোনো সাহায্য পাচ্ছি না। প্রত্যেকটা ছাত্রকে তারা দা দিয়ে কোপাচ্ছে। এটা কোন জগতে আছি আমরা? আপনারা আমাদের ছাত্রছাত্রীদের উদ্ধার করুন। আমাদের প্রক্টর, প্রো-ভিসি সহ প্রায় সব শিক্ষক-ছাত্র আহত। স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গা দিতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে কথা বলেছি। কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই।”
কান্নাজড়িত কণ্ঠে উপ-উপাচার্য আরও বলেন,
“আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত হও, এলাকাবাসীরা শান্ত হোন। এত বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রামের সুসম্পর্ক ছিল। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। কেউ এই গেমে পড়বেন না।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা শান্ত হও, আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার ন্যায় বিচার হবে।"
advertisement image

Leave Your Comments