বরগুনায় ডেঙ্গুতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Date: 2025-08-29
news-banner
অনলাইন ডেক্স:
বরগুনা জেলা সদরে ডেঙ্গুতে এক স্কুলছাত্রী মারা গেছেন। তাসফিয়া তাসনিম (১৫) বরগুনা এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাসফিয়া তাসনিম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের  নাসিম ফারুকের মেয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা সদর পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বরগুনার জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, তাসফিয়া তাসনিম ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল রেফার করা হয়। এছাড়া গত দুই তিনদিন ধরে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানি জমে আবারও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। 
এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে মধ্যে ৩৬ জন বরগুনা সদরের, তিনজন বেতাগী এবং তিনজন পাথরঘাটা উপজেলার  ও এক জনের বাড়ি বামনা উপজেলা সদরে। 
advertisement image

Leave Your Comments