অনলাইন ডেক্স:
গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের
ভেতরে প্রবেশ করে কবর জিয়ারত করতে পারেননি গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া)
স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে
দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন তিনি।
বৃহস্পতিবার
(২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ৩ নম্বর গেটে
এ ঘটনা ঘটে। সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ‘ফুটবল মার্কা’র প্রচারণা শুরু করেন
হাবিব।
এরপর তিনি টুঙ্গিপাড়া
উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে
ভোট ও সমর্থন চান। এর আগে হাবিব গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা
শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন।
এ সময় হাবিব
বলেন, “এই আসনের মাটিতেই শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এবং আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী। এই দুই মহামানবের
প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। প্রশাসনের অনুমতি
না পাওয়ায় সমাধিসৌধের ভেতরে প্রবেশ করতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর
কবর জিয়ারত করেছি।”
নিজের রাজনৈতিক
পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, “একসময় আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। টুঙ্গিপাড়া
ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং জেলা বিএনপির সদস্য ছিলাম। তবে অনেক আগেই
বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র
পাঠিয়েছি।”
তিনি আরও বলেন,
“গোপালগঞ্জ-৩ আসনে সব ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়াতে এসেছি। যদি নির্বাচিত
হতে পারি, তাহলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার দরিদ্র ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে
সংসদে সোচ্চার ভূমিকা রাখব।
তথ্য-কালেরকন্ঠ/এম
ডিউক