বিএনপির ডক্টরস অ্যাসোসিয়েশ ৬ নেতাকে অব্যাহতি

Date: 2025-07-30
news-banner

অনলাইন ডেক্স: 

জাতীয়তাবাদী দল বিএনপির  আদর্শ , সংস্কৃতি, শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর ৬ নেতাকে অব্যাহতি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটি।   অব্যাহতি পাওয়ারা হলেন তারা হলেন, ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাভলু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফিন রেজানুর রশীদ, ডা. এম এ কামাল এবং ডা. সাজেদ। একইসঙ্গে বলা হয়েছে, ভবিষ্যতে ড্যাব বা এর অংশীজন কোনো স3N77VYb.jpegহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবেও তারা বিএনপির কোনো পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এটাই  চূড়ন্ত সিদ্ধান্ত। বিএনপির একটি সূত্র জানায়, উল্লিখিত চিকিৎসকদের কেউ সংগঠনের অনুমোদন ছাড়াই বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন, যা ড্যাবের গঠনতন্ত্র ও বিএনপির শৃঙ্খলার পরিপন্থি। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


advertisement image

Leave Your Comments