বিশ্বকাপ বাকি ১৮ দিন, বাংলাদেশের অংশগ্রহন অনিশ্চিত

Date: 2026-01-20
news-banner

অনলাইন ডেক্স:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৮ দিন বাকি থাকলেও বাংলাদেশ অংশ নেবে কিনা এবং কোথায় খেলবে-এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইসিসির সিদ্ধান্ত না আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্পষ্ট কিছু জানাতে পারছে না।

মঙ্গলবার বিপিএল এলিমিনেটর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস জানান, বিশ্বকাপ নিয়ে বিসিবির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। বিশ্বকাপে অংশগ্রহণ ও ভেন্যু প্রসঙ্গে প্রশ্নে তিনি সরাসরি বলেন, ‘নো।’

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপ না খেলার বিষয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়েছে এবং শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দিয়েছে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি লিটন।

অনিশ্চয়তার মধ্যেও মানসিক প্রস্তুতির কথা জানিয়ে লিটন বলেন, বর্তমান পরিস্থিতি আদর্শ না হলেও বাস্তবতা মেনে নিয়েই এগোতে হবে। তার মতে, শুধু দল নয়, পুরো বাংলাদেশই এখন বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।


তথ্য-জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments