অনলাইন ডেক্স:
জেলা শহর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে মিনতি করে চিঠি দিয়েছে জানিয়েছে ৭ম এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কড়ৈতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ শর্মার কাছে এই দরখাস্ত দেয় ছাত্রী। ওই দরখাস্তে শিক্ষার্থী লিখেন, ২০১২ সালের জন্মগ্রহণ করেছে তিনি। বর্তমানে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ালেখা করেন। ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিয়ে দিচ্ছে তার পরিবার । তবে বিয়ে করতে চায় না। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাহায্য চান।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ শর্মা বলেন, আমার ছাত্রীর দরখাস্তটি গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করেছি। একই সঙ্গে তাদেরকে অবগত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।’ কিশোরী রুহি আক্তারের মা সুমি বেগম বলেন, মেয়ে উভয় পক্ষের মধ্যে দেখাদেখি হয়েছিল কিন্তু বিয়ের দিন এখনও ঠিক করা হয়নি। এবিষয়ে ফরিদগঞ্জের ইউএনও সুলতানা রাজিয়া বলেন, বাল্যবিয়ের তথ্য পেয়ে তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। তারা ওয়াদা করেছেন, মেয়েকে বিয়ে দেবেন না। তবুও কঠোর নজরদারিতে রেখেছি, উপজেলা প্রশাসন স্কুল ছাত্রীর পাশে রয়েছে।