বিয়ে বাড়ীতে মদ খেয়ে চার জনের মৃত্যু

Date: 2025-09-06
news-banner

অনলাইন ডেক্স:

জেলা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একই দিনে চারজনের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষাক্ত অতিরিক্ত মদপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয় এবং জানাজা সম্পন্ন হয়।

স্থানীয়রা আরও জানায়, কাঠাদিয়া গ্রামে মতি বেপারীর বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান ছিল, হয়তো সেখানে মদ পানের ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫) ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেনরহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) সিজান বেপারী (২৬)

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরো কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, এমন ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। খোজঁ নেওয়া হচ্ছে।

 


advertisement image

Leave Your Comments