বাঁধা দিয়ে ভোটার ঠেকানো যায়, মন দখল করা যায় না: ড. শফিকুল ইসলাম মাসুদ

Date: 2026-01-27
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদাদাতা । ২৭ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের সময় মানুষকে বাঁধা দিয়ে ভোটকেন্দ্রে যাওয়া ঠেকানো যেতে পারে, কিন্তু মানুষের মন দখল করা যায় না। অন্তর দখল করা না যাওয়ার বড় প্রমাণ হচ্ছে—আজ অনেকের রাজনৈতিক ডালপালা ভেঙে পড়ছে।

6z6X0To.jpeg

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এবার বাউফলবাসী দলমতের ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে। তারা কোনো ব্যক্তি বা প্রতীক নয়—আদর্শ, সততা, যোগ্যতা ও কাজ দেখে ভোট দেবে।”

v8StMgm.jpeg

তিনি আরও বলেন, “একজন জনপ্রতিনিধি হুমকি দিয়ে বলেছেন, তিনি নির্বাচিত হলে তার অপছন্দের বহু মানুষ বাউফলে থাকতে পারবে না। কিন্তু আমরা নির্বাচিত হলে কাউকে উৎখাত করব না। বরং বাউফলে যারা মাদকসেবী, মাদককারবারি ও মাদকের সঙ্গে সম্পৃক্ত—তাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তারা যদি সংশোধিত না হয় এবং মাদকমুক্ত বাউফল গড়তে সহযোগিতা না করে, তাহলে ৬০ দিনের মধ্যেই মাদকের কবর রচনা করা হবে।”

zB8GYO8.jpeg

নওমালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন এবং খেলাফত মজলিসের নেতা আইউব বিন মুসা।

সমাবেশে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Leave Your Comments