বাউফলে ডাকাত সন্দেহে ৪ যুবক আটক

Date: 2025-08-19
news-banner
বাউফল সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় হাসান সিকদারের বাড়ি থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, নুরাইপুর গ্রামের বেল্লাল জোমাদ্দারের ছেলে জিহাদ হোসেন (২২), ফিরোজ খানের ছেলে জাহিদ (২১), আবুল হাওলাদারের ছেলে রায়হান (২১) এবং কেশবপুরের জহির মাতুব্বরের ছেলে মেহেদী (২০)। তারা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে একটার দিকে কয়েকজন যুবক হাসান সিকদারের বসতবাড়িতে প্রবেশ করে। এসময় টর্চলাইট মেরে বাড়ির মালিক তাদের হাতে রামদা দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়।
বাউফল সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট রাশিদ আহমেদ বলেন, “স্থানীয়রা চারজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা পিকনিকের টাকার জন্য ডাকাতির পরিকল্পনা করেছিলো।”
  1. চৌমুহনী বাজারের ব্যবসায়ী হাসান সিকদার জানান, সোমবার হাটের দিনে তাদের এলাকায় গাঁজা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জিসান (২২) ও আল-আমীন নামে দুই যুবক জড়িত ছিলো। পরে রাতের বেলা তারা কয়েকজনকে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে তার বাড়ির পাশে অবস্থান নেয়। তবে চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিলে জিসান ও আল-আমীন পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মূল হোতা জিসান ও আল-আমীন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়েছে। তারা পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পালাতক আসামিদের গ্রেফতারে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
advertisement image

Leave Your Comments