বাউফলে এলজিইডিতে সংঘর্ষ; আহত ৪

Date: 2025-07-29
news-banner
বাউফল সংবাদদাতা
পটুয়াখালীর বাউফল এলজিইডির ঠিকাদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।   মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার এলজিইডি অফিসের ৪তলায়  সার্ভেয়ার জহির এর রুমে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঠিকাদার ওয়াসিম, রুহুল, সার্ভেয়ার জহির ও উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস আহত হয়। গুরুতর আহত দুইজন ওয়াসিম ও রুহুলকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মেসার্স শেখ এন্টার প্রাইজের নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে ১কোটি ৫১লক্ষ ৯৪ হাজার ৪শত ৩০ টাকার আধুনিক মানের  আইসিটি ফ্লোর এর কাজ উপজেলা পরিষদের ৫তলায় চলমান।  nbu2DZ0.jpegযৌথ কাজের বর্তমান বিল ভাগাভাগি নিয়ে প্রথমে ওয়াসিম ও রুহুলের মধ্যে হাতাহাতি ও দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে আঘাতের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এলজিইডি অফিসের সার্ভেয়ার জহির, ওয়াসিম, রুহুল ও আব্বাস  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টার প্রাইজের নামে বরাদ্ধকৃত ভবন সাব কন্টাকে নিয়ে যৌথভাবে কাজ করছেন।  এ বিষয়ে আহতরা বিডি ফেস ২৪ কে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন। এলজিইডি উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস জানান, আমি ঘটনাস্থলে যাবার আগেই ঝামেলা শেষ হয়ে গেছে। 
advertisement image

Leave Your Comments