বাউফলে এনসিপি নেতা শাহিনের তোরণে অগ্নিসংযোগ

Date: 2025-11-24
news-banner

পটুয়াখালী সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের নামে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ঢাকাবাউফল সড়কের বাউফল পৌরসভার প্রবেশমুখে অবস্থিত তোরণটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে তোরণটি আংশিকভাবে পুড়ে যায়।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। মুজাহিদুল ইসলাম শাহিন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বাউফল আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচিত হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ হাবিব বলেন, গতকাল রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে তোরণটি অক্ষতই দেখেছি। সকালে এসে দেখি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন তরুণ রাজনৈতিক নেতার পোস্টার বা তোরণ পুড়িয়ে প্রতিহিংসা দেখানো শিক্ষিত সমাজ ভালোভাবে নেয় না।

ঘটনার বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আমার ধারণা রাজনৈতিক উদ্দেশ্যে কোনো দুর্বৃত্তরা এ কাজ করেছে। তবে কারা করেছে তা নিশ্চিত নই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করবো-তারা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন- ঘটনার সময় পুলিশ টহল পার্শ্ববর্তী বিলবিলাস বাজার এলাকায় চলছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments