বাউফল সংবাদদাতা পটুয়াখালীর বাউফলে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ,
কৃষি অফিসার মিলন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন আহমেদ, বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার ও বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
সভায় ইউএনও আমিনুল ইসলাম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অভ্যন্তরীণ রাস্তার ক্ষতির তালিকা প্রণয়ন করে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া বন্যায় বীজতলার ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।