বাংলাদেশি সন্দেহে শিক্ষার্থীকে মারধর

Date: 2025-08-21
news-banner

অনলাইন ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলা ভাষায় কথা বলার কারনে বাংলাদেশি আখ্যা দিয়ে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। আহত ওই শিক্ষার্থী কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 জানা গেছে, গত বুধবার (২০ আগষ্ট) রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচের দোকান থেকে কিছু মোবাইল ফোনের সরঞ্জাম কিনতে যান। দরকষাকষির সময় এক দোকানির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই শিক্ষার্থীর অভিযোগ, বিক্রেতা ছিলেন হিন্দিভাষী। তিনি বাংলায় কথা বলায় তার ওপর চড়াও হয়ে গালিগালাজ শুরু করেন ওই দোকানী। পরে সেই শিক্ষার্থী হোস্টেলে এসে সহপাঠীদের সব ঘটনার বিবরণ দেয়। সাথে সাথে  তার সহপাঠীরা সেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোবাইল সরঞ্জামের দোকানে আসে। এর পরই সেখানকার আরও ব্যবসায়ীরা ওই শিক্ষার্থীকে দেখে চড়াও সাথে থাকা চারজনকে বেধরক মারধর করে। সেখান থেকে আহত শিক্ষার্থীদের কলকাতা মেডিকেল কলেজ নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা শিয়ালদহ মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। 

এক শিক্ষার্থী জানান, আমাদের ৮ সহপাঠী গুরুতর আহত হয়েছেন। মুচিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement image

Leave Your Comments