অনলাইন ডেক্স:
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের তিনটি জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২২ জানুয়ারি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট
অফিস (এফসিডিও) এবং ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত ট্রাভেল
অ্যাডভাইজরি হালনাগাদ করে।
এফসিডিও জানিয়েছে, নির্বাচনী প্রচারণাকালে
সহিংসতার ঝুঁকি বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়
জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। সংস্থাটি সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা
ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও একই
তিন জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখে বাংলাদেশ ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
পাশাপাশি বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলা এবং নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার পরামর্শ
দেওয়া হয়েছে।
তথ্য- বিডিপ্রতিদিন/এম ডিউক