বাবাকে কুপিয়ে হত্যা

Date: 2025-08-10
news-banner

বিশ্ব ডেক্স: 

ভারতে পশ্চিম বঙ্গে নেশার টাকা না পেয়ে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত হওয়া ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য (৭০)। এই ঘটনায় অভিযুক্ত সুপ্রিয় বৈদ্যকে (৩২) এরই মধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, সুপ্রিয় বৈদ্য দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিলেন। সেজন্যই বাবার কাছে নেশার টাকা চাইতেন এবং না পেলে প্রায়ই মারধর করতেন। এলাকাবাসীর দাবি, শনিবারও বাবার কাছে নেশা করার জন্য টাকা চেয়েছিলেন সুপ্রিয়। কিন্তু তা দিতে রাজি হননি হরেন্দ্রনাথ। বিষয়টি নিয়েই বাবা এবং ছেলের মধ্যে তুমুল বাক-বিতণ্ডা হলে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথা ও শরীরে একাধিকবার কোপ বসান ছেলে।  গুরুতর জখম অবস্থায় বাড়ির উঠানেই লুটিয়ে পড়েন হরেন্দ্রনাথ।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সুপ্রিয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

advertisement image

Leave Your Comments