পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ওরফে ঢালী সাজাহান (৫০) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার খিলগাঁও আফতাব নগর এলাকার একটি শপিংমল থেকে র ্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন। সে বাউফল উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি মামলায় ১৮ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ওই মামলার বাদি উপজেলার মদনপুরা ইউনিয়নের চৌমুহনী এলাকার মো: মোসলেম উদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে যুবলীগ সভাপতি নেতা শাহাজাহান সিরাজ ওরফে ঢালী সাজাহান পলাতক ছিলেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, পুলিশ ও র্যাব-২ এবং ৩ এর সদস্যরা শাহজাহান সিরাজকে গ্রেফতার করেছে। বাউফল থানা থেকে রাত ১০টায় পুলিশের একটি দল ঢাকা যাবে। সেখান থেকে বাউফল থানায় নিয়ে আসার পরে পটুয়াখালী আদালতে পাঠানো হবে।