বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :
রাজনীতিবিদদের সাথে আমাদের সাথে কোন বিবাদ নাই।
তবে তারা ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেই। আমরা এক আল্লার
তাবেদারী করি এবং ইসলামের হুকুমত কায়েমের চেষ্টা করি। আমরা আইয়ুব খানের শাসনামলে তার
সৈন্যদের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টা পড়িয়েছি। বঙ্গবন্ধুকে দিয়ে ইসলামী ফাউন্ডেশন,
জিয়াউর রহমানকে দিয়ে সংবিধানে বিসমিল্লাহ ও এরশাদ সাহেবকে দিয়ে শুক্রবার ছুটির দিন
করিয়েছি।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে পটুয়াখালীর বাউফল পাবলিক
মাঠে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহর আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন, ছারছিনা পীর সাহেব শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন।
বাউফল উপজেলা জমায়াতে হিযুবল্লার সভাপতি মাওলানা মো. ইসমাইল এর সভাপতিত্বে ও মাহফিল কমিটির
সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়াতে
হিযবুল্লার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. হেমায়েত বিন তৈয়ব, ছারছিনা
দ্বীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ, যুব হিজবুল্লার
কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. মফিজ উদ্দীন ও ছাত্রহিযবুল্লার কেন্দ্রীয়
সভাপতি মাওলানা আবুওয়াক্কার।
উল্লেখ্য, বিকাল ৫টার সময় থেকে দেশ বরেণ্য আলেমগন
পালাক্রমে ওয়াজ নছিহত করেন এবং পীর সাহেব রাত সারে ১১টার দিকে বয়ান শুরু করে ১টার দিকে
শেষ করেন। এর আগে মাহফিলে জিকির ও প্রদান করেন,
জামিয়াতে হিযুবল্লার কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা শাহ আব বকর মো.
নেছারুল্লাহ।