বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
বিগত ৫৪ বছর দেখেছি আমাদের মেহনতী
মানুষের কষ্টার্জিত সম্পদ শাষক গোষ্ঠী শাসনের চেয়ার বসে জনগনের সম্পদ নিয়ে দেশকে উন্নয়নের
নামে ব্যক্তি ও দলের বিভিন্ন দেশে তারা বেগম
পাড়া গড়ে তুলেছে। লুটপাট চালায় আর বাংলাদেশের মেহনতি নীতিবাদ মানুষের কপালে বার বার
দুর্নীতিতে বিশ্ব চ্যাপিয়ন হবার তিলক একে দেয়।
দীর্ঘ প্রতিক্ষার পরে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও হাজারো মানুষ দুর্নীতির বিরুদ্ধে
দাড়িয়ে ফ্যাসিস্টকে তারাতে সক্ষম হয়। এ দেশে ফ্যাসিবাদী রাজনীতি আর ফিরে আসবেনা।
আজ শনিবার বিকালে পটুয়াখালীর বাউফল
পাবলিক মাঠে এ কথা বলেন, ১০ দলীয় নির্বাচনী
ঐক্যের শীর্ষ নেতা ও প্রধান অতিথি আল্লামা মামুনুল হক।
বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা
ইসাহাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপি পার্টির দক্ষিনাঞ্চলের
মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ।
হাসানাত আবদুল্লাহ তার বক্তব্যে
বলেন, আমরা আবরার ফাহাদ, আলিফ ও হাদী ভাইয়ের উত্তরসূরী। যেসব ডিসি এসপিরা ১৪,১৮ ও ২৪
মতো ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে- আপনাদের
পরিনতি হারুন ও বেনজীরের মতো হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ বাউফল আসনে জাতীয় সংসদ নির্বাচনে
দাঁড়িপাল্লা প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সস্পাদক
এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীসহ জামায়াতে
ইসলামী ও শিবিরের কেন্দ্রীয় নেতারা।