অনলাইন
ডেক্স:
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার শুরু হওয়ার দিন ২২ জানুয়ারি থেকে
রাজধানীতে সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করার সিদ্ধান্ত
নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি
সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় নির্বাচনের
সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত
হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে সভায় সব থানার ওসি, অপরাধ বিভাগের
ডিসি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায়
জানানো হয়, প্রচার শুরুর দিন থেকেই কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
(সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) মাঠে নামবে। রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী
অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা
সরাসরি মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন।
ডিএমপি
জানায়, ঢাকার ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৮২৮টি গুরুত্বপূর্ণ ও ৩০৩টি
সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য
দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপির
অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট
ফেজ-২ এর আওতায় রাজধানীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান চলছে। নির্বাচনের প্রচার শুরু
হলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য-
জাগোবিডি/এম ডিউক