সোনারগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Date: 2025-08-31
news-banner
অনলাইন ডেক্স :
শিল্প ও বানিজ্য নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার সময় উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন মিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নুসাইবা ওই গ্রামের শাহ আলীর মেয়ে এবং ইয়ামিন মিয়া সালাউদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয়রা  জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে স্বজনদের অগোচরে তারা বাড়ি সংলগ্ন ঘাটের পানিতে পড়ে তলিয়ে যায়। আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল আড়াইটার দিকে জাহানারা নামের এক নারী ঘাটে পানি আনতে গিয়ে প্রথমে ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে ইয়ামিন ও নুসাইবার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
advertisement image

Leave Your Comments