ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু

Date: 2025-09-01
news-banner

অনলাইন ডেক্স: 

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে একই গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ( সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলো- রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামের আহসানের মেয়ে আয়েশা আক্তার (৭) একই গ্রামের জাহিদ হাসানের মেয়ে জান্নাতুন ()

থানা সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙ্গীনায় আয়েশা জান্নাতুন খেলা করছিলো কিছুক্ষণ পর তাদের আর খোঁজ মিলছিল না। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পায়নি।’ বিকেলে পুকুরে ভাসমান অবস্থায় শিশু আয়েশা জান্নাতুনকে দেখতে পায় গ্রামবাসী। এসময় তাৎক্ষণিক পরিবারের লোকজন গ্রামবাসী মিলে পুকুর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। তাদের ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


advertisement image

Leave Your Comments